আন্দোলন দমনের জন্য আরোপিত সব অগণতান্ত্রিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করেছে প্রগতিশীল ছাত্রজোট। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ দাবি করে তারা।
Advertisement
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজির। তিনি বলেন, নানা নিষেধাজ্ঞার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রক্ষণশীল করার সিদ্ধান্ত বাতিলের দাবি জানাই। একই সঙ্গে হলগুলোতে শিক্ষার্থীদের সভা সমাবেশ করার জন প্রভোস্টের অনুমতি নেয়ার যে সিদ্ধান্ত সেটিও বাতিল করতে হবে।
লিখিত বক্তব্যে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় যেন ছাত্র নিপীড়নের কেন্দ্রে পরিণত হয়েছে। যেখানে সারাদেশের মানুষ মিডিয়ার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিপীড়নের খবর সম্পর্কে অবগত সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু জানে না, শোনেনি। এ ধরনের বক্তব্য শুধু দায়িত্বহীনতাই নয় তা সন্ত্রাসী হামলায় সহযোগিতার নামান্তর।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার সভাপতি ফয়েজ উল্লাহ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক আলমগীর সুজনসহ প্রমুখ।
Advertisement
এমএইচ/এমআরএম/পিআর