খেলাধুলা

ফ্রান্সকে অ্যাটলেটিকো মাদ্রিদ মনে হচ্ছে গ্রিজম্যানের

স্প্যানিশ ফুটবলে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার পরই সবচেয়ে সফল ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ, যেটিতে খেলেন আন্তোনিও গ্রিজম্যান। কদিন আগেই দলের হয়ে ইউরোপা লিগ জিতেছেন ফরাসি ফরোয়ার্ড। এবারের ফ্রান্স দলটিকে তেমনই উদ্দীপ্ত মনে হচ্ছে তার। গ্রিজম্যানের চোখে এই নতুন ফ্রান্স যেন অ্যাটলেটিকো মাদ্রিদই।

Advertisement

মঙ্গলবার সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে ফ্রান্স। এ নিয়ে টানা দ্বিতীয়বার বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠল দিদিয়ের দেশমের দল। ২০১৬ সালের ইউরোতে পর্তুগালের কাছে হেরে রানার্সআপ হয়েছিল তারা।

ফাইনালের হিসেব পরে। আপাতত সেমিফাইনালের জয়টাই উপভোগ করতে চান গ্রিজম্যান। ফ্রান্সের এই দলটিতে সবার কাছ থেকে ভালো সহযোগিতা পাচ্ছেন। তাই তার কাছে জাতীয় দলকে অ্যাটলেটিকোর মতোই মনে হচ্ছে। সেমিফাইনালের পর গ্রিজম্যান বলছিলেন, 'আমি সতীর্থদের পারফরম্যান্সে খুব খুশি। আমরা প্রতিপক্ষকে আটকে রেখেছি, সেট পিস থেকে গোলও করেছি। ঠিক যেন অ্যাটলেটিকো। আমরা য আনন্দটা দিতে পারছি, সেটা দারুণ। টুর্নামেন্ট শুরুর আগে এটাই আমার লক্ষ্য ছিল।'

চলতি বিশ্বকাপে ফ্রান্সকে শিরোপার পথে নিয়ে যাওয়ায় অনেকটাই অবদান গ্রিজম্যানের। অ্যাটলেটিকো ফরোয়ার্ড ছয় ম্যাচে তিনটি গোল করেছেন, অ্যাসিস্টও আছে দুটি।

Advertisement

এমএমআর/জেআইএম