বাংলাদেশ অ্যাপারেল এন্ড সেইফটি এক্সপো ২০১৫ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছ। বৃহস্পতিবার সকাল দশটায় হোটেল রেডিসন ব্লুতে বৃহস্পতিবার প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। রেডিসন ব্লুর মেজবান হল রুমে প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত। জানা গেছে, এতে মোট ৭৩টি স্টল থাকছে। এরমধ্যে তৈরি পোশাক ১৭, ফেব্রিক্স ১, গার্মেন্টস এক্সেসরিজ ২, গার্মেন্টস ফেব্রিক্স(লোকাল) ১, মেশিনারি ১৮, ফায়ার ইক্যুইপম্যান্ট ২৫, সার্ভিস প্রোভাইডার্স ৭ এবং বিজিএমইএ’র দু’টি স্টল থাকছে।মঙ্গলবার নগরীর খুলশী বিজিএমইএ ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিএমইএ’র প্রথম সহসভাপতি নাছির উদ্দিন আহমেদ চৌধুরী।সংবাদ সম্মেলনে জানানো হয়, এই প্রদর্শনীর মাধ্যমে দেশের গার্মেন্টস শিল্পের সুনাম আরও বৃদ্ধির প্রয়াস থাকবে। বড় পরিসরে এই মেলাতে দেশীয়ভাবে উৎপাদিত পোশাক শিল্পের বিভিন্ন পণ্য উপস্থাপিত হবে। পাশাপাশি আন্তর্জাতিক ক্রেতারা একই ছাদের নিচে এদেশের অভিজ্ঞ পোশাক রফতানিকারকদের সঙ্গে মিলিত হতে পারবেন।এই প্যাভিলিয়ন থেকে উদ্যোক্তারা কারখানার নিরাপত্তার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন বলেও জানানো হয়। বিশ্ব দরবারে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরেকে যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে চট্টগ্রামে প্রথমবারের মতো বিশ্বমানের অ্যাপারেল এক্সপো অনুষ্ঠিত হতে যাচ্ছে উল্লেখ করে নাছির উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, মেলায় সেইফটি প্যাভিলিয়নও থাকবে। যেখানে এদেশের উদ্যোক্তাগণ বিশাল পরিধিতে নিরাপত্তা উপকরণসমূহ এবং সেবা প্রদানকারীদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।৬ আগস্ট দুপুর ২টায় ‘ব্রান্ডিং বালাদেশ’ শীর্ষক প্রথম সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার। বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে এ সেমিনারে মডারেটরের দায়িত্ব পালন করবেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক।এসকেডি/এমআরআই
Advertisement