একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ড. মনসুরুল আলম খান (মনসুর খান) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নর্থ শোর মেডিকেল সেন্টারে বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে মারা যান তিনি। দীর্ঘ প্রায় এক যুগ ধরে তিনি বোনম্যারো ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী নাইমা খান ও একমাত্র ছেলে ডা. ইভান খানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত বাংলাদেশী প্রজম্মের শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার অবদান হিসেবে ২০১২ সালে একুশে পদকে ভূষিত হন তিনি।কুইন্সের জ্যামাইকা মুসলিম সেন্টারে বুধবার নিউইয়র্ক সময় সন্ধ্যা সাড়ে ৬টায় মাগরিব নামাজের পর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মনসুর খানের মরদেহ নিয়ে আসা হয় বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসের তার প্রতিষ্ঠিত খানস টিউটোরিয়াল কোচিং সেন্টারের সামনে। এশার নামাজের পর রাত সাড়ে ৮টার দিকে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় হিমঘরে।লং আইল্যান্ড সিটির ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে বৃহস্পতিবার নিউইয়র্ক সময় সকাল ১০টা ও বাংলাদেশ সময় রাত ৮টায় তাকে দাফন করা হবে।
Advertisement