দেশজুড়ে

কালীগঞ্জে বাল্য বিয়ে প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন

গাজীপুরের কালীগঞ্জে মহিলা ও শিশু মন্ত্রণালয়, মহিলা বিষয়ক অধিদফতর ও জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার বিকেল ৩ টায় পৌর এলাকার মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পেইন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ। এ সময় মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি আব্দুর রহমান আরমানের পরিচালানায় বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস, পরিচালনা পরিষদের সভাপতি কামাল উদ্দিন দেওয়ান প্রমুখ।আব্দুর রহমান আরমান/এসএস/এমআরআই

Advertisement