বিনোদন

স্টার গ্রাহকদের জন্য মিশন ইম্পসিবল

শুক্রবার ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘মিশন ইম্পসিবল’ সিরিজের পঞ্চম কিস্তি। টম ক্রুজ অভিনীত এই পর্বটির নাম ‘মিশন ইম্পসিবল: রোগ নেশন’। স্টার সিনেপ্লেক্সের সূত্রে জানা গেছে, এই ছবির সার্বিক সহযোগীতায় রয়েছে ‘গ্রামীণফোন’। ‘গ্রামীণফোন’ তার স্টার গ্রাহকদের বিনামূল্যে ‘মিশন ইম্পসিবল: রোগ নেশন’ মুভির টিকেট প্রদানের জন্য স্টার সিনেপ্লেক্সের সঙ্গে উদ্যোগ গ্রহণ করেছে। স্টার গ্রাহকগণ একটি টিকেট ক্রয় করলে বিনামূল্যে আরেকটি টিকেট পাবেন। এই বিশেষ অফার শুধুমাত্র মুভিটি মুক্তির প্রথম এক সপ্তাহের জন্য স্টার সিনেপ্লেক্সে প্রযোজ্য হবে।এবারের ছবিটি পরিচালনা করেছেন ক্রিস্টোফর ম্যাককোয়ারি। প্রযোজকদের তালিকায় জে  জে আব্রাম ও ডেভিড এলিসনের সঙ্গে রয়েছেন ক্রুজ নিজেও। গেল বছর আগস্টে ছবির শুটিং শুরু হয় অস্ট্রিয়ার ভিয়েনায়। সূত্র জানায়, প্রথমে ঠিক ছিল চলতি বছরের শেষের দিকে ছবিটি মুক্তি পাবে। কিন্তু তখন অন্য দু’টি বড় ব্যানারের ছবি মুক্তির সম্ভাবনা থাকায় প্রযোজকরা তারিখ এগিয়ে আনা হয়েছে। ছবিটিতে টম ক্রুজের সঙ্গে দেখা যাবে অ্যালেক বল্ডউইন, সাইমন পেগ ও জেরেমি রেনরকে। এ ছবির কাজ করতে গিয়ে সাংবাদিকদের কাছে জীবনের সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতার কথা বর্ণনা করলেন টম ক্রুজ। তার নতুন ছবিটির কিছু দৃশ্যে স্টান্ট করা সত্যিই ছিল মারাত্মক অভিজ্ঞতা। কিছু স্টান্ট দৃশ্যে তিনি নাকি ভয়ে সিটকে গিয়েছিলেন। এর একটি স্টান্ট দৃশ্যে দেখে গেছে, মাটি থেকে ৫ হাজার ফুট ওপরে একটি বিমান ঝুলে রয়েছেন। এর অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘এই ভয়ের কথা বলে বোঝানো যাবে না। পাঁচ হাজার ফুট ওপরে একটি এয়ারবাসের দেহে ঝুলে রয়েছি আমি। বিমানের কম্পনের সঙ্গে থরথর করে কাঁপছে আমার দেহ।’ কিন্তু কোনো ঝুঁকিপূর্ণ দৃশ্যই দমাতে পারেনি ৫২ বছর বয়সী এই তারকাকে। তাও একবার-দুইবার নয়, মাটি থেকে দেড় কিলোমিটার ওপরে তাকে আটবার এ ধরনের দৃশ্যে স্টান্ট করতে হয়েছে। একবার তো প্রায় রিব ভেঙেই যাবে বলে মনে হচ্ছিল, জানালেন টম। এর আগেও মিশন ইম্পসিবল ছবিগুলোতে স্টান্টম্যানদের দূরে থাকতে হয়েছে টম ক্রুজের কারণে। আগের পর্বের বুর্জ খলিফার সে দৃশ্যটির কথা নিশ্চয় মনে আছে। দুবাইয়ে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ দালানটির বাইরে বিপজ্জনকভাবে ঝুলছিলেন এজেন্ট ইথান হান্টরূপী টম ক্রুজ। এবার তাকে দেখা যাবে উড়ন্ত বিমানের বাইরে ঝুলতে। এছাড়া মটরসাইকেল চেজ ও গাড়ি উড়াউড়িসহ দুর্দান্ত কিছু অ্যাকশন দৃশ্য দেখা যাবে।  বলা হচ্ছে, এটি ইথান ও তার দলের জন্য সবচেয়ে কঠিন মিশন। এলএ/পিআর

Advertisement