আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় বিমান বিধ্বস্ত, আহত অনেক

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরের কাছে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ১৯ জন আহত হয়েছেন।

Advertisement

বুধবার বিকেলের দিকে প্রিটোরিয়ার ওন্ডারবুম বিমানবন্দরের কাছে আবাসিক এলাকায় বিমানটি আছড়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে স্থানীয় জরুরি সার্ভিস বিমান বিধ্বস্তের একটি ছবি টুইট করেছে। এতে দেখা যাচ্ছে, একটি ঘাসযুক্ত মাঠে বিধ্বস্ত বিমানটির ভেতর থেকে যাত্রীদের বেরিয়ে আসতে সহায়তা করছেন উদ্ধারকমীরা।

আরও পড়ুন : অসম্ভব এক মিশনের সফলতার গল্প

Advertisement

অসমর্থিত সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, বিমান বিধ্বস্তে আহত এক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। টুইটে দেয়া ছবিতে দেখা যায়, দেশটির বিমান সংস্থা মার্টিন এয়ার চার্টারের বিমানটিতে আগুন ধরে গেছে। টাইমসলাইভ বলছে, বেস্টকেয়ার অ্যাম্বুলেন্স সার্ভিসের কর্মকর্তা স্যান্ডার লাবসার মঙ্গলবার বিকেলে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন। ওন্ডারবুম বিমানবন্দরের ৮ কিলোমিটার পূর্বে বিমানটি আছড়ে পড়ে। তিনি বলেন, দুর্ঘটনায় আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এসআইএস/এমএস