ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে শিগগিরই কিছু নিরাপত্তা চৌকি বসানো হবে। যাতে ভ্রাম্যমাণ মানুষ বা অন্য কোনো গোষ্ঠী এখানে হঠাৎ করে কোনো কার্যক্রম পরিচালনা করতে না পারে। কেউ এসে হঠাৎ করে মাইক দিয়ে আওয়াজ তুলে শিক্ষার পরিবেশ নষ্ট করবে। এটি আর বরদাশত করবো না।
Advertisement
মঙ্গলবার (১০ জুলাই) নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
ভিসি বলেন, বিশ্ববিদ্যালয় বাজার ঘাটের জায়গা নয়। এটি শিক্ষক-শিক্ষার্থীদের জায়গা। এখানে শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন উপাদানের সম্মিলন ঘটে।
আখতারুজ্জামান বলেন, শিক্ষা সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বিশ্ববিদ্যালয় সব সময় স্বাগত জানায়। যেহেতু এটি গণতন্ত্রের সূতিকাগার তাই এখানে সকল প্রকার কর্মসূচি পালিত হবে। শিক্ষা, সংস্কৃতি, বিতর্ক, কবিতা, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হবে। এ সব কাজে এখানে সবাই আসবে। তবে স্বাভাবিক জীবনে ব্যাঘাত ঘটায় ও শিক্ষার্থীদের নিরাপত্তা নষ্ট করে-এমন বহিরাগতদের অবস্থান এখানে কাম্য হতে পারে না।
Advertisement
তিনি বলেন, আমরা দেখেছি, অনেক সময় বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ি প্রবেশ করে। এটা বন্ধ করা হবে। আমরা সড়ক ব্যবস্থাপনা করবো। যেমন ফুলার রোডে দ্রুত গতিতে মোটরসাইকেল চালানো রোধে সড়ক গতিরোধক বসানো হয়েছে।
ভিসি আরও বলেন, শিক্ষার্থীদের ক্যাম্পাস যেন নিরাপদ থাকে সেই চেষ্টা করবো। নিরাপত্তা চৌকি মানে ক্যান্টনমেন্ট না, পুলিশ পোস্ট না, এখানে আমাদের সিকিউরিটি গার্ড থাকবে।
এমএইচ/এএইচ/এমএস
Advertisement