দেশজুড়ে

গরু চুরির অভিযোগে ৩ জনকে গণপিটুনি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গরু চুরির অভিযোগে তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। স্থানীয়দের অভিযোগ ওই এলাকা থেকে বিভিন্ন সময় ৮টি গরু চুরি করেছে তারা।

Advertisement

মঙ্গলবার ভোরে উপজেলার চুনতি বড়ঘোনা টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চুনতি ইউনিয়ন পরিষদের সদস্য সাজিব হোসেন।

আটকৃতরা হলো- কক্সবাজার জেলার চকরিয়ার দক্ষিণ চরপাড়ার জয়নাল আবেদিনের ছেলে ওসমান গণি (২৫), একই উপজেলার সাহারবিল নয়াপাড়ার মো. আব্বাসের ছেলে মো. নাছির (৪২) ও একই উপজেলার পূর্ব ভেওয়ালার মহিউদ্দিনের ছেলে মো. আরিফ (২৮)।

Advertisement

ইউপি সদস্য সাজিব হোসেন জানান, রোজার ঈদের পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় গরু চোরদের তৎপরতা বেড়েছে। আজ সকালে টেকপাড়া এলাকা থেকে চারটি গরু চুরি করে পালানোর সময় স্থানীয়রা চোরের দলকে ধরে ফেলে। এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

এর আগে উপজেলার আমিরাবাদ মঙ্গলনগর বণিকপাড়া মহাজন বাড়ি থেকে আরও ৪টি গরু চুরি হয়েছে। এসব গরুর মালিকেরা কোরবানী ঈদকে সামনে রেখে গরুগুলো মোটাতাজা করছিলেন।

লোহাগাড়া থানার উপ-পরিদর্শক মুজিবুর রহমান জানান, চুরি হওয়া গরুর মূল্য প্রায় ৪ লাখ টাকা। কোরবানি ঈদকে সামনে রেখে গরুগুলো মোটাতাজা করছিল। বিক্ষুব্ধ গ্রামবাসীরা চোরদের গণপিটুনি দিয়েছে বলে জেনেছি। বর্তমানে তারা আহত অবস্থায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আবু আজাদ/জেএইচ/এমএস

Advertisement