ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার হালদারপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রায় ১৬ কেজি রূপার গয়না পাচারের সময় উদ্ধার করল বিএসএফ জওয়ানরা। এই রূপার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৩৮ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে সক্ষম হয়নি ভারতীয় এই সীমান্তরক্ষী বাহিনী।
Advertisement
গোপন সূত্রে বিএসএফের কাছে খবর আসে হালদারপাড়া সীমান্ত দিয়ে রূপার গয়না পাচার হবে। এরপর ১১৩ নম্বর ব্যাটালিয়নের বিএসএফের জওয়ানরা সীমান্তে কড়া নজরদাড়ি ও দফায় দফায় তল্লাশি শুরু করে। সেসময় জওয়ানরা দুজন সন্দেহভাজনকে বাংলাদেশের দিক থেকে ভারত সীমান্তে আসতে দেখেন। ওই সময় ভারতীয় সিমান্তে থাকা কয়েকজন ব্যক্তি চারটি প্যাকেট বাংলাদেশের দিকে ছুড়ে দেয়। তখন বিএসএফ জওয়ানরা পেছনে ধাওয়া করে তাদের ধরার জন্য কিন্তু তারা পালিয়ে যান।
বিএসএফ জওয়ানরা বাদামি টেপ দিয়ে মোড়ানো ওই চারটি প্যাকেট উদ্ধার করে। এর মধ্যে ৬৯৬ টি রূপার অ্যাঙ্কলেট, ৩১৬টি পাথর বসানো রূপার অ্যাঙ্কলেট ও ৬৮৬টি রূপোর নুপুর উদ্ধার হয়, যার মোট ওজন ১৫ কেজি ৯৫০ গ্রাম। উদ্ধার হওয়া গয়নাগুলো ভারতীয় শুল্ক দফতরের হাতে তুলে দেয়া হয়েছে।
জেডএ/আরআইপি
Advertisement