নব্বই দশকের নন্দিত ও জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। দীর্ঘদিন নাটকে দেখা না গেলেও প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানগুলোতে দেখা মিলে তার। গত বছরের শেষের দিকে অমিতাভ রেজা চৌধুরীর ওয়েব সিরিজ ‘ঢাকা মেট্রো’তে সর্বশেষ অভিনয় করেছিলেন তিনি।
Advertisement
দীর্ঘদিন পর রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে নির্মিত একটি কাহিনীচিত্র দিয়ে আবারও অভিনয়ে ফিরছেন তিনি। রওনক হাসানের চিত্রনাট্য ও পরিচালনায় ‘নিশীথে’ নামক কাহিনীচিত্রে তাকে আবারও ছোট পর্দায় দেখা যাবে। নাটকটিতে অপি করিমের বিপরীতে রয়েছেন রওনক হাসান।
অপি করিম বলেন, ‘আজকাল শুটিং করাই হয় না। করব কি করব না! কত ভাবনা! অতঃপর গত ডিসেম্বরে অমিতাভ রেজা চৌধুরীর ওয়েব সিরিজ ‘ঢাকা মেট্রো’তে জয়গুণ চরিত্রে কাজ করেছিলাম। আসলে শুটিং আরাম হয় নির্মাতার কারনে। অনেকটা দিন পরেই কাজ করলাম ’
নাটক প্রসঙ্গে রওনক হাসান বলেন, ‘রবীন্দ্রনাথের গল্পের চিত্রনাট্য বা চিত্রায়ন এমনিতেই খুবই দুরূহ এবং কষ্টকর । অল্প বাজেটের নাটকের বাজারে সঠিক লোকেশন এবং প্রপস, পোশাক জোগাড় তো আরও কঠিন, সেখানে নিশীথের মতো গল্পে একটু অন্যরকম করে ভাবা হয়েছে এবং রবীন্দ্রনাথের ভাবনার সঙ্গে আরও নতুন ভাবনার সমন্বয় কাজটিকে আরও দুঃসাধ্য করে তোলে। আশাকরি সব মিলয়ে নাটকটি সবার ভালো লাগবে।’
Advertisement
নির্মাতা সূত্রে জানা গেছে, আসছে বাইশে শ্রাবণ নাটকটি বাংলাভিশনে প্রচার করা হবে।
আইএন/এমএবি/এমএস