বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রামু ৫০ ব্যাটালিয়ন কর্তৃক উদ্ধার করা ১৪টি স্থল মাইন ধ্বংস করা হয়েছে। চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের সেনাবাহিনী ইঞ্জিনিয়ার কোরের বোমা বিশেষজ্ঞ দলের সহযোগিতায় বুধবার নাইক্ষ্যংছড়ি আশারতলী বিজিবি সীমান্ত ফাঁড়ী এলাকায় এসব মাইন ধ্বংস করা হয়। এর আগে গত ২১ জুলাই নাইক্ষ্যংছড়ি আশারতলী বিওপির টহলদল এসব মাইন উদ্ধার করে। রামু ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিউল আজম পারভেজ সত্যতা নিশ্চিত করে জানান, গত ২১ জুলাই আশারতলী বিওপির টহল দল সীমান্ত এলাকা থেকে ১৪টি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করে। পরে চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের সেনাবাহিনী ইঞ্জিনিয়ার কোরের বোমা বিশেষজ্ঞ দল এটিকে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইজ (আইইডি) বলে নিশ্চিত করে। উদ্ধারকৃত বোমাগুলো উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং বিশেষ কৌশলে তৈরি করে সীমান্ত সংলগ্ন শুন্য লাইনের আশে পাশে মাটিতে পুঁতে রাখা ছিল বলে ইঞ্জিনিয়ার বিশেষজ্ঞ দল জানিয়েছেন। এসব বোমা স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। তিনি আরো জানান, সীমান্ত এলাকার লোকজনের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সদস্যরা নিরলস পরিশ্রম করছেন। সার্বক্ষণিক টহলের কারণেই এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার সম্ভব হয়েছে বলে জানান তিনি। সায়ীদ আলমগীর/এমএএস/আরআইপি
Advertisement