রাজনীতি

বিএনপির বিজয়ের শুরু : জাফরুল্লাহ

প্রতীকী অনশনের মাধ্যমে বিএনপির বিজয়ের শুরু দেখছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। সোমবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে দিনভর প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন বিএনপি নেতাকর্মীরা। সেখানে গিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পানি পানের মাধ্যমে অনশন ভঙ্গ করান তিনি।

Advertisement

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এতদিন সরকার বিএনপিকে কোথাও জমায়েত হতে দিচ্ছিল না। আজ ছোট পরিসরে হলেও এই জমায়েত হওয়ার অনুমতি দিয়েছে। এটা বিএনপির বিজয়ের শুরু। আগামীতে আরও অনেক কিছুই দেখা যাবে।’

এদিকে এই কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ বলেছেন, ‘বিএনপির স্থায়ী কমিটিতে যথেষ্ট যোগ্য ব্যক্তি আছেন। তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। হঠাৎ হঠকারি কোনো সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন নেই।’

তিনি বলেন, ‘কারাগারে যাওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা বেড়েছে।’ যেকোনো সময় ডাক আসতে পারে জানিয়ে অনশনে অংশ নেয়া নেতাকর্মীদের প্রস্তুত থাকার কথা বলেন বিএনপিপন্থী এই বুদ্ধিজীবী।

Advertisement

এমাজউদ্দীন বলেন, ‘ভবিষ্যতে যে নির্বাচন আসবে, সে নির্বাচনে কী হয় না হয় তা নিয়ে তাদের অনেক ভীতসন্ত্রস্ত মনোভাব। বাংলাদেশের বৃহত্তম দল বিএনপির দিকে তাদের সন্দেহের দৃষ্টি রয়েছে। এ সন্দেহ থেকে নেতাকর্মীদের ওপর নির্যাতন অত্যাচার করা হচ্ছে। যতদিন এই ভীতি শেষ না হবে, ততদিন দেশের অবস্থা স্বাভাবিক হবে না।’

আওয়ামী লীগ তিন তিনবার দেশের গণতন্ত্রকে বিধ্বস্ত করেছে এমন মন্তব্য করেন এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, ‘কারাগারে নেয়ার পর খালেদা জিয়ার জনপ্রিয়তা আরও বেড়েছে। তিনি যখন বেরিয়ে আসবেন, তখন আমরা এক নতুন নেতৃত্বের সন্ধান পাবো।’

কেএইচ/বিএ

Advertisement