দেশজুড়ে

কয়া সীমান্তে ২৪টি স্বর্ণের বারসহ আটক ১

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারকালে প্রায় সোয়া এক কোটি টাকা মূল্যের ২ কেজি ৪শ গ্রাম ওজনের ২৪টি  স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি। বুধবার বেলা ১১ টায় স্বর্ণসহ মামুনুর রশিদকে (৩২)  আটক করা হয়।বুধবার দুপুর ১ টায় জয়পুরহাট-৩ বিজিবি’র অতিরিক্ত পরিচালক মেজর নাসির ইমাম রুমী এক প্রেসব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।আটক মামুন দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকার ছহির উদ্দিনের ছেলে। জয়পুরহাট-৩ বিজিবি সূত্রে জানা যায়, পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা ১১টার দিকে ওই সীমান্তের ভুঁইডোবা গ্রামে অভিযান চালিয়ে মামুনুর রশিদকে একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে মোটরসাইকেলের টুলবক্সের ভিতরে থাকা প্রতি বার একশ গ্রাম ওজনের ২৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জয়পুরহাট-৩ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর নাসির ইমাম রুমী জানান, আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় সোয়া এক কোটি টাকা । আটক মামুনুর রশিদের  বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলার প্রস্ততি চলছে।এসএস/পিআর

Advertisement