ক্যাম্পাস

ইবির সেই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

মানসিক নির্যাতন ও হুমকিতে নিজ বিভাগের ছাত্রীর ভারসাম্যহীন হওয়ার অভিযোগ অনুসন্ধানে সেই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।

Advertisement

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার সম্পর্কে গত কয়েকদিন ধরে বিভিন্ন পত্র-পত্রিকায় যে অভিযোগ উত্থাপিত হয়েছে তার সত্যতা যাচাইয়ের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন উপাচার্য। কমিটিতে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. অরবিন্দ শাহাকে আহ্বায়ক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম ও জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ। কমিটিকে আগামী পনের কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী জাগো নিউজকে বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়কে আমি ছাত্রীদের নিরাপদ অভয়ারণ্য করতে চাই। বিশেষ করে ছাত্রীদের সম্পূর্ণ স্বাধীনভাবে নিরাপদে শিক্ষার সুযোগ নিশ্চিত করতে চাই। যেকোনো ধরনের যৌন নিপীড়নের বিরুদ্ধে এই প্রশাসন জিরো টলারেন্স। আর উত্থাপিত অভিযোগটি প্রমাণিত হলে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার সরকারের বিরুদ্ধে বিভাগের এক ছাত্রীকে মানসিক চাপ ও হুমকি দেয়ার অভিযোগ পাওয়া যায়। বেশ কিছুদিন ধরে হুমকি ও মানসিক নির্যাতনের ফলে ছাত্রীটি গত ৫ জুলাই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। বর্তমানে তিনি পরিবারের হেফাজতে ঢাকার শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

ফেরদাউসুর রহমান সোহাগ/এমএএস/এমএস