ক্যাম্পাস

মানববন্ধনে সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি

ইসলামী বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়ার সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দিলেন উপ-উপাচার্যপন্থী বাংলা বিভাগের শিক্ষক বাকিবিল্লাহ বিকুল। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমানের কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ হুমকি দেন তিনি। এ ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং সাংবাদিক সমিতির সভাপতি ইমামুল হাসান আদনান। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপ-উপাচার্যের কর্মকাণ্ড নিয়ে আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে বুধবার সকাল সাড়ে ১০ টায় প্রশাসন ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  মাদরাসা সেলের কর্মকর্তা আলমগীর হোসেনের পরিচালনায় মানববন্ধনে আওমীপন্থী উপ-উপাচার্যের পক্ষে বক্তব্য রাখেন, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল মুঈদ বাবুল ও জিয়া পরিষদ থেকে নির্বাচিত কর্মকর্তা সমিতির সভাপতি মো. সোহেল, জিয়া পরিষদের কর্মচারী ইউনিটের সভাপতি আ. লতিফ । বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, শিক্ষক হিসেবে বাকিবিল্লাহ বিকুল যে বক্তব্য দিয়েছেন তা নিন্দনীয়। তাৎক্ষণিকভাবে আমি এ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছি। একজন শিক্ষক হিসেবে তিনি কিছুতেই এ বক্তব্য দিতে পারেন না। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে এর বিচার চাই। অন্যথায় আমরা কর্মসূচি দিতে বাধ্য হবো। এ বিষয়ে জানতে চাইলে বাকিবিল্লাহ বিকুল প্রথমে তার বক্তব্য অস্বীকার করলেও পরবর্তীতে তার বক্তব্যের রেকর্ড আছে জানালে তিনি ভুল হয়েছে বলে জানান।এসএস/এমআরআই

Advertisement