খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি শেষ হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সোমবার সকাল নয়টায় এ কর্মসূচি শুরু হয়।
Advertisement
রাজধানীর মহানগর নাট্যমঞ্চে কর্মসূচি সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৪টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি পানি ডা. জাফর উল্লাহ চৌধুরী পানি পানের মাধ্যমে নেতাকর্মীদের প্রতীকী অনশন ভঙ্গ করান।
প্রতীকী অনশন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ ছাড়াও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রোববার জরুরি সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বেগম জিয়ার মুক্তির দাবিতে দলের পূর্বঘোষিত অনশন কর্মসূচি ঢাকাসহ সারাদেশে সোমবার পালিত হবে।
Advertisement
কেএইচ/এমআরএম/পিআর