রাজনীতি

এই সরকার আইয়ুব সরকারকেও হার মানিয়েছে : নোমান

বর্তমান সরকারকে অবৈধ আখ্যা দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, এই অবৈধ সরকার আইয়ুব সরকারকেও হার মানিয়েছে।তিনি বলেন, আইয়ুব সরকারের শাসনামলে বিরোধীদলের নেতাকর্মীরা রাজপথে আন্দোলন করতে পারতো কিন্তু এই সরকারের আমলে যারা রাজপথে আন্দোলন করছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা, গুম ও খুন করে দমন করার চেষ্টা করছে।বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে ঢাকা জেলা যুবদল আয়োজিত বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমানসহ সব নেতাকর্মীর নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।নোমান বলেন, আমরা যে নতুন নির্বাচনের কথা বলছি এটা বিএনপির কথা না সাধারণ মানুষের কথা। কাজেই সরকারের উচিত আলোচনার মাধ্যমে একটি নতুন নির্বাচনের ব্যবস্থা করা।আব্দুল্লাহ আল নোমান বলেন, ধামাধরা নির্বাচন কমিশনারকে বাদ দিয়ে সকল দলের অংশগ্রহণের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যেখানে জনসাধারণের মত প্রকাশের স্বাধীনতা থাকবে।নোমান বলেন, এই নির্বাচন কখন হবে, কিভাবে হবে তা সকল দলের আলোচনার মাধ্যেমে নির্ধারণ করতে হবে সরকারকেই।তিনি বলেন যদি সরকার নতুন নির্বাচনের ব্যবস্থা গ্রহণ না করে, জনগণকে সাথে নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে নির্বাচনের জন্য বাধ্য করাতে হবে।এসময় বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান সহ-সকল নেতাকর্মীর নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানান তিনি ।       আয়োজক সংগঠনের সভাপতি নাজিম উদ্দিন নাজিমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, ঢাকা জেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।এমএম/এআরএস/এমএস

Advertisement