দেশজুড়ে

বরিশালে বিএনপিকে সমর্থন খেলাফত মজলিশের

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন খেলাফত মজলিশের মেয়র প্রার্থী অধ্যাপক এ কে এম মাহবুব আলম।

Advertisement

সোমবার বেলা পৌনে ১১টার দিকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নগরীর নথুল্লাবাদ বাস স্ট্যান্ড সংলগ্ন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তিনি।

এর আগে তফসিল ঘোষণার পর ২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিস মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক একেএম মাহবুব আলমকে বিসিসি নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে মনোনয়নপত্র জমা দেন একেএম মাহবুব আলম। এরপর খেলাফত মজলিসের সঙ্গে সমঝোতার জন্য বিএনপির পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়। কয়েক দফা বৈঠক শেষে সমঝোতার প্রেক্ষিতে গত শনিবার মেয়র পদ থেকে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন খেলাফত মজলিসের মেয়র প্রার্থী একেএম মাহবুব আলম। এরই ধারাবাহিকতায় মনোনয়নপত্র প্রত্যাহার করেন তিনি।

একেএম মাহবুব আলম জানান, ২০ দলীয় জোটের একক মেয়র প্রার্থীতা নিশ্চিত করতে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ারের সঙ্গে আলাপ- আলোচনার ভিত্তিতে তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

Advertisement

বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান জানান, লিখিত আবেদনে ব্যক্তিগত কারণে মনোনয়নপত্র প্রত্যাহারের কথা উল্লেখ করেছেন এ কে এম মাহবুব আলম। অন্যদিকে বেলা ১১টা পর্যন্ত একজন মেয়র প্রার্থী ছাড়াও সাধারণ ওয়ার্ডের ৭ জন কাউন্সিলর প্রার্থী মনোননপত্র প্রত্যাহার করেছেন। আজ বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা।

প্রসঙ্গত, ১০ জুলাই প্রতিদ্বন্দ্বী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং কর্মকর্তা। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। ৩০ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সাইফ আমীন/আরএ/জেআইএম

Advertisement