বিনোদন

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, চলচ্চিত্রও এগিয়ে যাক : শেখ হাসিনা

'বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমি চাই আমাদের চলচ্চিত্রও এগিয়ে যাক। বিশ্বমানের চলচ্চিত্র নির্মানের জন্য যা করা দরকার সবই আমি করবো।' জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬ এর অনুষ্ঠানে দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ে এমনই স্বপ্ন ও পরিকল্পনার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে এখন অনেক ভালো সিনেমা হয়। সবসময় দেখতে পারি না, তবে বিমানে যাতায়াতের সময় সিনেমা দেখি। ওই একটাই সুযোগ, নিরিবিলি দেখি। এর বাইরে তো সময় পাই না। সারা দিন মিটিং আর ফাইল নিয়ে ব্যস্ত থাকতে হয়।’

রোববার (৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ৪১তম আসরে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেছেন, ‘সমাজ সংস্কারে চলচ্চিত্র অনেক বড় ভূমিকা রাখতে পারে। প্রতিচ্ছবি। এর মাধ্যমে সমাজে অনেক বক্তব্য পৌঁছানো যায়। একটা সময় সিনেমা দেখা বন্ধই হয়ে গিয়েছিল। এখন মানুষ আবারও সিনেমা দেখছে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, এমন বিষয় সিনেমায় তুলে ধরা প্রয়োজন।’

Advertisement

রোববার সন্ধ্যা ৬টা ২২ মিনিটে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২০১৬ সালে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্য থেকে সেরা কাজের জন্য ২৫টি বিভাগে মোট ৩১ জন বিজয়ীর হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ক্রেস্ট, মেডেল ও চেক তুলে দেন তিনি। এ সময় তার দুই পাশে ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

এমএবি/জেআইএম