জাতীয়

ভারতের টিটিএফ-এ সেরা ইনোভেটিভ অ্যাওয়ার্ড পেল বাংলাদেশ

ভারতের অন্যতম প্রাচীন পর্যটক মেলা ট্যুর অ্যান্ড ট্রাভেল ফেয়ারে (টিটিএফ) সেরা ইনোভেটিভ আইডিয়া অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ। ইনোভেটিভ আইডিয়ায় স্টল সাজানোর জন্য বাংলাদেশ পর্যটন বিভাগকে এই অ্যাওয়ার্ড দেয়া হয়।

Advertisement

গত ৬ থেকে ৮ জুলাই কলকাতার নেতাজি ইনডোরে স্টেডিয়ামে তিন দিনব্যাপী এই মেলা চলে। প্রতিবারের মতো বাংলাদেশও এতে অংশগ্রহণ করে। মেলায় বাংলাদেশের প্যাভিলিয়নটি সাজানো হয়েছিল দিনাজপুরের বিখ্যাত কান্তজীর মন্দিরের আদলে। এ প্যাভিলিয়নে ১৫টি বেসরকারি স্টল ছাড়াও বাংলাদেশ সরকারের ট্যুরিজম বোর্ড ও সরকারি ট্যুরিজম করপোরেশনসহ মোট ১৭টি স্টল স্থান পেয়েছিল।

এবারের পর্যটন মেলায় কলকাতাবাসীর কাছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউএসপি হলো ‘একই ভাষায়, একই গন্ধে বিদেশ ভ্রমণ’।

মেলায় ভারতের ২৮টি রাজ্য এবং ১৩টি দেশ অংশ নেয়। মোট স্টল ছিল ৪৩০টি। বিদেশি দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও নেপাল, থাইল্যান্ড, ইউএই (আরব আমিরাত), শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ভুটান, চীন, ফিনল্যান্ড, মিয়ানমার এবং সিঙ্গাপুর এতে অংশ নেয়।

Advertisement

এমবিআর/জেআইএম