দেশজুড়ে

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জব্দ

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা ইলেক্ট্রনিক্স পণ্যের একটি কন্টেইনার জব্ধ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শুল্ক গোয়েন্দা অধিদফতর ও তদন্ত বিভাগ এটি জব্ধ করে। কন্টেইনারটিতে ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক্স পণ্য রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারি পরিচালক মোকাদ্দেস হোসেন।তিনি জানান, মুন এন্টারপ্রাইজের নামে ৭৩৬৯৬১ নম্বর বিলের বিপরীতে চালানটি আমদানি করে মা সিন্ডিকেট সিঅ্যান্ডএফ এজেন্ট। বিল অব অ্যান্ট্রি অনুযায়ী ওই কন্টেইনারে বিভিন্ন ধরনের ল্যাম্প, আয়রণ মিলিয়ে মোট ১৫ টন ওজন হওয়ার কথা। কিন্তু শুল্ক গোয়েন্দা বিভাগ কনটেইনারটির ওজন পায় ১৯ টন। এরপর কন্টেইনারটি জব্দ করার পাশাপাশি আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এমজেড/পিআর

Advertisement