খেলাধুলা

সেমিফাইনালে নিষিদ্ধ হতে পারেন ক্রোয়েশিয়ান তারকা ফুটবলার

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রাশিয়াকে হারিয়ে স্বপ্নের সেমিফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। ফাইনালের পথে এখনো এক ধাপ বাকি আছে। কিন্ত শেষ চারের ম্যাচে হয়তো নাও দেখা যেতে পারে ক্রোয়েশিয়ান ফুটবলার ভিদাকে।

Advertisement

কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে রাশিয়াকে হারিয়ে একটু যেন বাঁধভাঙ্গা উল্লাসই মেতেছিলেন ভিদা। উদযাপনের এক পর্যায়ে ‘গ্লোরি টু ইউক্রেন’ বলে স্লোগান দিতে থাকেন। আর এতেই ঘটে বিপত্তি।

ভিদার সঙ্গে ছিলেন ইউক্রেনের ক্লাব দিনামো জাগরেবের মিডফিল্ডার ভুকোজেভিচ। যিনি ক্রোয়েশিয়ার হয়ে ৫৫টি ম্যাচ খেলেছেন। তিনিও ভিডিওতে বলেন, ‘এই জয়টা দিনামোর সবার এবং ইউক্রেনের সবার।’

রাশিয়ান গণমাধ্যমে সেই ভিডিও আসার পরেই ক্ষোভে ফুসতে থাকে রাশিয়ানরা। সঙ্গে সঙ্গে ফিফার কাছে আবেদন জানায় তারা। ফিফা সেই ভিডিও নিয়ে তদন্ত শুরু করেছে। রোববার বিকেলে ফিফার এক মুখপাত্র বলেন, ‘আমরা আপনাদেরকে জানাচ্ছি যে, ফিফা ইতোমধ্যে দামোগ ভিদার ভিডিও নিয়ে কাজ করছে। আপাতত এর বাইরে আর তেমন কিছুই বলতে চাচ্ছি না।’

Advertisement

ফিফার আইনশৃঙ্খলা রুলসের ৫৪ ধারায় বলা আছে, যদি কোন ফুটবলার মাঠের ভেতর রাজনৈতিক কোন স্লোগান বা রাজনৈতিক কোন ব্যাপারে ইন্ধন জোগায় তাহলে সে দুই ম্যাচ নিষিদ্ধ এবং তাকে ৩৮০০ পাউন্ড জরিমানা গুনতে হবে।

তবে ফিফার তদন্তে যাই আসুক না কেন, রাজনৈতিক কোন কিছুতে ভিডিওর সংশ্লিষ্টতা উড়িয়ে দিয়েছেন ভিদা। তিনি বলেন, ‘এটা ক্রোয়েশিয়ার জয় উদযাপন, এখানে কোন রাজনীতি নেই। এটা পুরোটাই কৌতুক। আমার কিছু বন্ধু রয়েছে জাগরেবে, এটা তাদেরকে উদ্দেশ্য করেই দেওয়া। আমি জানি না, কেন রাশিয়ানরা এটা বুঝতে পারলো না। আমি রাশিয়ান মানুষদের ভালোবাসি।’

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের রাজনৈতিক অরাজকতা অনেক দিনের। ফিফা কিংবা ইউরোপের কোন টুর্নামেন্টে এক গ্রুপে কখনোই ফালানো হয় না তাদের। এমনকি ইউরোপিয়ান প্রতিযোগিতাতেও রাশিয়ান কোন ক্লাবের গ্রুপে রাখা হয় না ইউক্রেনের কোন ক্লাবকে। ফিফা এবং উয়েফার নিয়মেই এগুলো বলা আছে।

আরআর/জেআইএম

Advertisement