কবিতা পাঠ আর আবৃত্তির মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের গণমানুষের কবি দিলীপ দাসের জন্মদিন।
Advertisement
রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে স্থানীয় তিতাস আবৃত্তি সংগঠন কবির জন্মদিন পালন করে। দিলীপ দাসের ৬৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা ফসিউর রহমান হাসান। এতে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির উপ-পরিচালক ড. শাহাদাৎ হোসেন নিপু।
বাচিক শিল্পী বাছির দুলালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কবিপত্নী মায়া রায় ও নারী নেত্রী নন্দিতা গুহ প্রমুখ।
অতিথিদের বক্তব্যের ফাঁকে ফাঁকে চলে সংগঠনের সদস্যদের কবিতা পাঠ ও আবৃত্তি। এছাড়া অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ত্রিপুরার সংগীতশিল্পী অনুপমা দাস।
Advertisement
আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম