ভেদরগঞ্জ উপজেলার ইংরেজি বিভাগের প্রভাষক মো. সেলিম হোসেনের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়ায় উক্ত প্রভাষককে সাময়িক বরখাস্ত করেছে কলেজ পরিচালনা কমিটি। জানা যায়, শহীদ সিরাজ সিকদার কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী ও পার্শ্ববর্তী ডিএম খালী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রী ইংরেজি প্রভাষক মো. সেলিম হোসেনের কাছে প্রাইভেট পড়তে গেলে তাদেরকে উক্ত প্রভাষক যৌন হয়রানি করেছেন। এমন লিখিত অভিযোগের প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেন। এর আগে ২০০৯ সালে একই অভিযোগে অভিযুক্ত হয়ে উপজেলার হাজী শরীয়তুল্লাহ কলেজ থেকে চাকরিচ্যুত হন মো. সেলিম নামের। হাজী শরীয়তুল্লাহ কলেজের অধ্যক্ষ মো. আবুল বাশার মিয়া জাগো নিউজকে জানান, সেলিম শরীয়তুল্লাহ কলেজে চাকরিকালীন তার বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠে। পরে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত প্রভাষক মো. সেলিম হোসেনকে কলেজের চাকরি থেকে বরখাস্ত করা হয়।এদিকে অভিযোগের বিষয় তদন্ত করার জন্য কলেজের গর্ভনিং বডির অভিভাবক সদস্য সখিপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. কবির হোসেনকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার কলেজ গর্ভনিং বডির সভাপতি মো. আজহারুল ইসলাম মাদবরের কাছে তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত কমিটির প্রধান মো. কবির হোসেন জাগো নিউজকে জানান, ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং প্রতিবেদনে তা উল্লেখ করা হয়েছে।মো. ছগির হোসেন/এমজেড/এমএস
Advertisement