ক্যাম্পাস

কোটা বিরোধীরা জঙ্গিদের মতো আচরণ করছে

কোটা বিরোধীরা জঙ্গিদের মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। রোববার দুপুরে নিজ কার্যালয়ে এমন মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়টির সর্বোচ্চ নীতি নির্ধারক।

Advertisement

কোটা আন্দোলন নিয়ে আন্দোলনকারীদের ফেসবুক লাইভ নিয়ে তিনি বলেন, ‘তালেবান জঙ্গিরা বিভিন্ন গোপন আস্তানা থেকে যে রকম উস্কানিমূলক ভিডিও বার্তা পাঠায়, তার অবিকল উগ্র চরমপন্থী মতাদর্শী প্রচারণামূলক ভিডিও আমি নিজে দেখেছি। তালেবান নেতা মোল্লা ওমর ও ওসামা বিন লাদেনের মতো ভিডিও বার্তা পাঠানো হচ্ছে।’

এ সময় বিশ্ববিদ্যালয় এসব মেনে নেবে না উল্লেখ করে উপাচার্য বলেন, ‘ফৌজদারি অপরাধ করলে আইনের শাসন কার্যকর হতে হবে।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ফেসবুকে যে ভিডিও দেখেছি, সে ভিডিও জঙ্গিদের ধরনের। সেখানে মৃত্যুকে আলিঙ্গন করার কথা বলা হয়েছে। এসব দেখে মনে হয়েছে অশুভ কোনো শক্তির তৎপরতা রয়েছে।’

তিনি বলেন, ‘অশুভ শক্তির তৎপরতায় ক্লাস-পরীক্ষা বর্জন চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অশুভ শক্তি ঢুকতে চাচ্ছে।’ প্রমাণ হিসেবে তিনি বলেন, ‘লন্ডন থেকে ফোন করে তাদের এক সহকর্মীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ফায়দা নেয়ার চেষ্টা করা হচ্ছে।’

Advertisement

এমএইচ/এমআরএম/জেআইএম