জাতীয়

মজুরি ১৬ হাজারের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের অবস্থান ধর্মঘট

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করার দাবিতে নিম্নতম মজুরি বোর্ড অফিসের সামনে অবস্থান-ধর্মঘট করেছে গার্মেন্টস শ্রমিকরা।

Advertisement

রোববার (৮ জুলাই) দুপুরে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের উদ্যোগে রাজধানীর তোপখানা রোডের নিম্নতম মজুরি বোর্ডের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।

এ সময় তারা বলেন, শ্রমিকদের স্বার্থরক্ষায় সরকার এবং মালিকপক্ষ টালবাহানা করছে। মজুরি বোর্ড গঠনের ছয় মাস পার হলেও একটি মিটিংও করতে পারেনি। নিয়ম অনুযায়ী ছয় মাসের মধ্যে মজুরি বোর্ডের গেজেট প্রকাশের কথা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেড়েই চলেছে। যার ফলে মানবেতর জীবনযাপন করছে গার্মেন্টস শ্রমিকরা। তাই অসহায় গার্মেন্টস শ্রমিকদের কথা বিবেচনা করে ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা ঘোষণার আহ্বান জানান তারা।

তবে আগস্টের মধ্যে ১৬ হাজার টাকা মজুরি ঘোষণা করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন গার্মেন্টস শ্রমিক নেতারা।

Advertisement

বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাইলের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আক্তার, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শামিম ইমাম, গার্মেন্টস শ্রমিক টিইউসির সাধারণ সম্পাদক জলি তালুকদার প্রমুখ।

এএস/এএইচ/পিআর