ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমা নিয়ে খেলতে এসে প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছে ইউরোপের শক্তিশালী দল জার্মানি। তাদের বিদায়ের ঘটনায় নিন্দা-সমালোচনার ঝড় বয়েছে সারা বিশ্বে। সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে মিডফিল্ডার মেসুত ওজিলকে নিয়ে।
Advertisement
বিশ্বকাপ শুরুর আগে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সাথে সাক্ষাৎকারের কারণে ওজিল গুন্ডোগানকে সমালোচনার তীরে বিদ্ধ করেছিল তাদের ভক্ত-সমর্থকরাও। এসবের ব্যাপারে মেসুত ওজিল নিজে চুপ থাকলেও, ছেলের এত সমালোচনা সইতে পারছেন না ওজিলের বাবা মুস্তাফা ওজিল।
জার্মান সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে মুস্তাফা বলেন, ‘আমি তার (মেসুত) জায়গায় বলে দিতাম ধন্যবাদ, অনেক হয়েছে। আমি আর খেলতে পারবো না। তাকে নিয়ে নানান কটূক্তি করা হয়েছে, হাস্যরস, নিন্দায় মেতে উঠেছে তার সমর্থকরাই। এটা খুবই আপত্তিকর। খেলার মাঠেও তাকে সমর্থকরা ব্যু দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘সবসময় মেসুত নিজের ব্যাপারে মুখ খুলবে না। এটার প্রয়োজনও নেই। সে নয় বছর ধরে জাতীয় দলে খেলছে এবং বিশ্ব চ্যাম্পিয়নও হয়েছে। এটা আসলেই সত্যি যে যখন জার্মানি জিতে যায় তখন সবাই একসাথে জিতে, কিন্তু যখনই হেরে যায় সব দায় শুধুই মেসুতের।’
Advertisement
এসএএস/আরআইপি