দেশজুড়ে

এবার নির্মম নির্যাতনে প্রাণ গেল বরগুনার রবিউলের

সিলেটের রাজন ও খুলনার রাকিবের পর এবার বরগুনায় শিশু রবিউল আউয়াল (১০) নির্মম নির্যাতনে প্রাণ হারালো। বরগুনার তালতলী উপজেলার চোনাকাটা ইউনিয়নে মাছ চুরির অভিযোগে চোখ উপড়ে শাবল দিয়ে পিটিয়ে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিউল স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।  রবিউলের বাবা দুলাল মৃধা জাগো নিউজকে জানান, তাদের বাড়ির পাশের লুতরার খালে জাল পেতে মাছ ধরতো প্রতিবেশি মিরাজ (২৫)। দু’দিন আগে একবার মিরাজ তাদের হুমকি দেন যে, তার জালের মাছ কে বা কারা ধরে নিয়ে যায়। তাদের ছেলে রবিউলকে তিনি সন্দেহ করছেন বলে জানান। এরপর যদি তিনি রবিউলকে পান তবে দেখিয়ে দেবেন বলেও হুমকি দিয়ে যান।এ ঘটনার পর মঙ্গলবার বিকেলে সোহাগ নামের স্থানীয় এক কিশোর আমখোলা গ্রামের খালপারে রবিউলের মরদেহ পড়ে থাকতে দেখে তার স্বজনদের খবর দেয়। পরে  বুধবার সকালে পুলিশ  ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠায়।রবিউলের বাবা দুলাল মৃধা জাগো নিউজকে জানান, মরদেহ তিনি দেখেছেন। তার ডান চোখ উৎপাটন করে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন তিনি।রবিউলের ফুফাতো বোন সাহিদা আক্তার জানান, মরদেহ দেখেছি। রবিউলের একটি চোখ উপড়ে ফেলা এবং কপালের একাংশ তুলে ফেলা হয়েছে। তাকে শাবল দিয়ে তাকে আঘাত করা হয়ে থাকতে পারে বলেও জানান তিনি।তালতলি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আক্তার জানান, জড়িত সন্দেহে মিরাজকে আটক করেছে তালতলি থানা পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরগুনার পুলিশ সুপার (এসপি) বিজয় বসাক। এমজেড/এআরএ/পিআর/এমআরআই

Advertisement