শেষ হয়ে গেলো কোয়ার্টার ফাইনালের জমজমাট লড়াই। এই পর্ব থেকে পুরোপুরি বিদায় নিয়েছে লাতিন আমেরিকা। সেমিতে টিকে রয়েছে শুধুমাত্র ইউরোপের চার দেশ। যাদের মধ্যে আবার রয়েছে নতুন দুটি দেশ বেলজিয়াম এবং ক্রোয়েশিয়া।
Advertisement
এই দুটি দলই যদি ফাইনালে উঠে যেতে পারে, তাহলে নতুন বিশ্বচ্যাম্পিয়নই পেতে যাচ্ছে ফুটবল। আবার সাবেক দুই চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং ফ্রান্স রয়েছে সেমির যুদ্ধে। তারা উঠলে, পুরনোদের ঘরেই যাবে বিশ্বকাপ শিরোপা।
আজ অনুষ্ঠিত দুটি কোয়ার্টার ফাইনালে বিজয়ী দলের নাম ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া। দিনের প্রথম ম্যাচে ইংল্যান্ড ২-০ গোলে হারিয়েছে সুইডেনকে। আর শেষ ম্যাটে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে গেছে স্বাগতিক রাশিয়া।
সোচির ফিশ্ট স্টেডিয়ামে নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও হলো দুই গোল। ২-২ সমতায় খেলা গড়ায় টাইব্রেকারে। অবশেষে, ৪-৩ ব্যবধানে জয় পায় ক্রোয়েশিয়া।
Advertisement
দিনের বিজয়ী দুটি দলই সেমিফাইনালে মুখোমুখি হবে। অর্থ্যাৎ, ১১ জুলাই লুঝনিকি স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া এবং ইংল্যান্ড।
আইএইচএস/