খেলাধুলা

কোয়ার্টারে হেরেও গর্বিত উরুগুয়ের অধিনায়ক

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়। উরুগুয়ের সোনালি প্রজন্মের আরো একটি বিশ্বকাপ থেকে খালি হাতে বিদায় নিতে হলো। অস্কার তাবারেজের অধীনে উরুগুয়ে গ্রুপ পর্বে দুর্দান্ত থাকলেও কোয়ার্টারে এসে ফ্রান্সের কাছে মুখ থুবড়ে পড়ে। কিন্তু এমন বিদায়েও মন খারাপের কিছু দেখছেন না উরুগুয়ের অধিনায়ক। বরং হেরেও গর্বিত ডিয়েগো গোডিন।

Advertisement

ফ্রান্সের কাছে ০-২ ব্যবধানে হারার ম্যাচে নিজেদের নামের প্রতি একদমই সুবিচার করতে পারেনি উরুগুয়ে। গোডিন বলেন, ‘বিদায় নেওয়ার জন্য আমি দুঃখিত। অবশ্যই এটা হতাশার। কিন্তু আমি সকল উরুগুইয়ান এবং আমার সতীর্থদের ধন্যবাদ দিতে চাই, যারা সিংহের মতো লড়াই করেছে। আমরা হয়তো আজকে পারিনি কিন্তু আমরা আমাদের মাথা উঁচু রেখেই বিশ্বকাপ থেকে বিদায় নিচ্ছি।’

ম্যাচে উরুগুয়ের গোলরক্ষক মুসলেরার ভুল নিয়েও কথা বলেন গোডিন। ‘আজকে হয়তো সে ভুল করেছে কিন্তু অন্য সময় সে এটি ঠিকই সেভ করতো।’

অ্যাটলেটিকো মাদ্রিদ ও উরুগুয়ের অধিনায়ক দলের তরুণ ফুটবলারদের নিয়েও অনেক আশাবাদী তিনি। ‘তরুণ ফুটবলারদের সমন্বয়ে এটা দারুণ একটি দল। আমরা আজকে দুটো গোল খেয়ে ফেলেছিলাম তারপর আর ফিরে আসা সম্ভব হয়নি। এটাই ফুটবল। কখনো আপনি জিতবে, কখনো আপনি হারবেন। কিন্তু আপনাকে এগিয়ে যেতেই হবে।’

Advertisement

আরআর/আরআইপি