যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের একটি গ্রামের নাম নিউবার্গ। অদ্ভুত এক দুর্ঘটনা ঘটেছে গ্রামটিতে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনিভ্যান মাটি থেকে ১৫ ফুট উঁচুতে একটি বাড়ির দেয়ালে আঘাত করেছে। এতে ওই বাড়িরি দেয়াল ভেঙে ঘরের ভেতরেও ঢুকে গেছে গাড়িটির কিছুটা অংশ।
Advertisement
গেল মাসের শেষের দিকে রাত সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই বাড়িটিতে থাকেন কেন ও অ্যানিটি বিয়েনলিয়েন দম্পতি। ঘুম ভেঙে তারা দেখতে পান তাদের শোবার ঘরের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ছে একটি গাড়ি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেখে মাটি থেকে ১৫ ফুট উচ্চতায় একটি বাড়ির দেয়ালের মধ্যে ঢুকে পড়েছে একটি গাড়ি। গাড়ির ভেতরে চালককেও পাওয়া যায় অচেতন অবস্থায়। তার গাড়িতে সামান্য পরিমাণ গাঁজা পেয়েছে পুলিশ।
দুর্ঘটনার সময় কেন বিছানায় ঘুমাচ্ছিলেন আর অ্যানিটি ছিলেন বাথরুমে। কেন যেখানে ঘুমাচ্ছিলেন তার থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে এসে থামে গাড়িটি। অ্যানিটি বলছেন, আমি যদি তখন বিছানায় থাকতাম তাহলে আজ হয়তো আর এখানে থাকতাম না।
Advertisement
ডেইলি মেইল।
এনএফ/এমএস