আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, মধ্যবর্তী নির্বাচনের দাবি বিএনপির নতুন চক্রান্তের অংশ। বাংলাদেশ যখন মধ্যম আয়ের দেশে পৌঁছে যাচ্ছে তখন নতুন করে নির্বাচনের দাবি ক্ষতির কারণ বলে উল্লেখ করেন তিনি। বুধবার রাজধানীর বনানী কবরস্থানে ৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। হানিফ বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট শুধু বঙ্গবন্ধুকে হত্যাই উদ্দেশ্যে ছিলো না। দেশকে পঙ্গু করে ব্যর্থ রাষ্ট্র বানানোই ছিলো তাদের মূল উদ্দেশ্যে। সেই উদ্দেশ্য হাসিলে এখনও তারা চেষ্টা করছে। তিনি আরো বলেন, এখন দেশে-বিদেশে দেশ বিরোধী চক্রান্ত চলছে। সেই চক্রান্ত সফল করার জন্য কিছু দল লিপ্ত রয়েছে। তারা একের পর এক বিভিন্ন ইস্যু নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। শেখ হাসিনাকে হত্যার চেষ্টা এখনও অব্যাহত আছে। এ সময় আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ। এএসএস/এএইচ/এমএস
Advertisement