খেলাধুলা

ভাগ্যকে দুষতে রাজি নন ব্রাজিলের কোচ

ইতিহাস কিংবা র‍্যাংকিং নয়, কোয়ার্টার ফাইনালে মাঠের খেলাতেও বেলজিয়ামের চেয়ে ঢের এগিয়ে ছিল ব্রাজিল। সুযোগ তৈরি করা কিংবা বল ধরে রাখা, সব পরিসংখ্যানেই এগিয়ে থাকা দলের নাম ব্রাজিল। তবু গোলসংখ্যায় পিছিয়ে থাকায় পরাজিত দলে থেকেই শেষ হয়েছে ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন।

Advertisement

ম্যাচ শেষে অনেকেই ব্রাজিলের পরাজয়ে দুষেছেন ভাগ্যকে, ভাগ্যের পরিহাসেই ব্রাজিলের যাত্রা থামল বলেও মন্তব্য করেছেন কেউ কেউ। তবে দলের কোচ তিতে মনে করেন খেলার মাঠে ভাগ্য বলে কিছু নেই। বেলজিয়াম ভালো খেলেছে বলেই ম্যাচ জিতেছে বলে মনে করেন ব্রাজিলের কোচ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিতে বলেন, ‘ফুটবলে অনেকসময় অনেক কিছুই হয়। তবে আমি ভাগ্যের ব্যাপারে কথা বলতে আগ্রহী নই। যেখানে আমাদের সুযোগ আছে প্রতিপক্ষকে হারিয়ে দেয়ার সেখানে আমি ভাগ্যে বিশ্বাস করি না।’ পুরো ম্যাচে দুর্দান্ত খেলেছেন বেলজিয়ামের গোলরক্ষক থিবাত কুর্তোয়া। ব্রাজিলের একটি গোল বারে লেগে ফিরে এলে সেটিকেও কুর্তোয়ার সৌভাগত হিসেবে আখ্যা দেন অনেকে। তবে ব্রাজিলের কোচের মতে এটি সৌভাগ্য নয়, বরং কুর্তোয়ার ভালো গোলকিপিংয়ের পুরষ্কার ছিল।

তিতে বলেন, ‘কুর্তোয়া ভাগ্যবান ছিল কিনা? মোটেও না, সে দুর্দান্ত ছিল। বলটা বারে লেগে ফিরেছে, এতে তো তার হাত নেই। বেলজিয়াম শক্ত দল ছিল, তারাই প্রভাব বিস্তার করে খেলেছে।’

Advertisement

তিনি আরও বলেন, ‘ফুটবলে এমন হয়, দুর্ঘটনা প্রায়ই ঘটে। আজও তেমনই হলো। এটা হয়তো বেলজিয়ানদের মনে কষ্ট দেবে। কিন্তু আমি তাদের খাটো করতে বলিনি। তারা দুর্দান্ত এক দল। তবে আমাদের সুযোগ ছিল মুখ ঘুরিয়ে নিয়েছিল আমাদের থেকে। এই হার মেনে নেয়া কঠিন, অনেক বেশি কঠিন।’

এসএএস/এমএস