দেশজুড়ে

ওল চাষে ঝুঁকছেন ঝিনাইদহের কৃষকরা

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার কৃষকরা এবার ওল চাষে ঝুঁকেছেন। এ বছর উপজেলার ১০০ হেক্টর জমিতে উন্নত মানের ওল চাষ হয়েছে। কম খরচে অধিক লাভ হওয়ায় এ সবজি চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা।

Advertisement

ভাইনা গ্রামের কৃষক জামাল বলেন, আমরা ওল চাষ বুঝতাম না। কিভাবে আবাদ করতে হয়, নিয়ম-কানুনও জানা ছিল না। গত বার ১৮ কাঠায় চাষ করে বেশ লাভ হয়েছিল। তাই এবার ৪০ কাঠা জমিতে আবাদ করেছি। আশা করি, এবার গত বছরের চেয়ে বেশি লাভ হবে।

আরেক কৃষক আনোয়ার জানান, তিনি ৪৮ শতক জমিতে ওল চাষ করেছেন। প্রতি কেজি ওল ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি করবেন।

এদিকে পোলতাডাঙ্গার ওল চাষি সিরাজুল ইসলাম জানান, তিনি এবার ৪০ শতক জমিতে ওল আবাদ করেছেন। একেকটি গাছে ১০ থেকে ১৫ কেজি ওল হবে।

Advertisement

হরিনাকুন্ডু উপজেলা কৃষি অফিসার এরশাদ আলী চৌধূরী জানান, এই অঞ্চলের মাটি উর্বর। ওল চাষ ভালো হয়। কিন্তু আগে বাণিজ্যিক হারে কৃষকরা ওল চাষ করতেন না।

তিনি আরও জানান, বিঘা প্রতি ৮০০টি গাছ লাগানো যায়। ১ বিঘা জমিতে ১০০ মণ পর্যন্ত ওল উৎপাদন হয়। এবার ওলের বাম্পার হওয়ার সম্ভাবনা রয়েছে।

উপসহকারী কৃষি অফিসার হাবিব জানান, ভালো পরিচার্যা হলে একটা ওল সর্বনিম্ন ৫ থেকে ১৫ কেজি ওজনের হয় এবং বাজারে দামও ভালো থাকে।

আহমেদ নাসিম আনসারী/এফএ/এমএস

Advertisement