বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দিনব্যাপী সিভিল ইঞ্জিনিয়ারিং ফেস্টিভাল ‘এসসেনট্রিক’। পুরকৌশল বিভাগের আয়োজনে এ উৎসব চলবে ৮ জুলাই পর্যন্ত।
Advertisement
শুক্রবার সকালে বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন বুয়েটের পুরকৌশল বিভাগের ডিন অধ্যাপক এস কে সিকান্দার আলী। এ সময় বিভাগীয় প্রধান অধ্যাপক আহসানুল কবিরও উপস্থিত ছিলেন।
উৎসবের প্রথম দিনে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতামূলক রাউন্ড। আজ দ্বিতীয় দিনে (শনিবার) হবে সেমিনার ‘দ্য সিভিল টক’ ও পুরস্কার বিতরণী। রোববার শেষ দিনে রয়েছে কালচারাল নাইট। প্রতিযোগিতামূলক রাউন্ডে সাত ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেগুলো হলো পোস্টার সেট-আপ, আর্থকোয়াক ডিজাইন, ক্যাড মাস্টার, কুইজ, ম্যাকানিকস, কেস স্টাডি ও সিভিল ইঞ্জিনিয়ারিং রাইট আপস। সাত ক্যাটাগরিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার দুই শতাধিক শিক্ষার্থী এই ফেস্টিভালে অংশ নিচ্ছেন।
এমএমজেড/এমএস
Advertisement