তিন ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল সাড়ে ৮টায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার চিনকি আস্তানা স্টেশন এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া মহানগর প্রভাতি ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়ে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে লাইনচ্যুত বগি উদ্ধার করে।সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনটি সকাল সাড়ে ৮টার দিকে লাইনচ্যুত হয় বলে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে। লাইনচ্যুতির পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এই ঘটনায় মহানগর প্রভাতির বেশ কয়েকজন যাত্রী আহত হয়।
Advertisement