দেশজুড়ে

মানিকগঞ্জে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ৫

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বাসাইল গ্রামে র‌্যাব-৪ ক্রেতা সেজে অভিযান চালিয়ে সাড়ে ৬ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তিসহ পাঁচজনকে আটক করেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে শিবালয় থানায় মামলা ও মূর্তিসহ ৫ জনকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব-৪। আটরা হলেন, মানিকগঞ্জের শিবালয় উপজেলার পয়লা গ্রামের অহেদ আলীর ছেলে ইসমাইল হোসেন (৩২), জাফরগঞ্জ গ্রামের মনছুর বেপারীর ছেলে চাঁন মিয়া বেপারী (৭০), সাটুরিয়া উপজেলার নয়াডাঙ্গি পূর্বপাড়া গ্রামের মিন্টু সরকারের ছেলে রনজিত সরকার (৩৫), গোলড়া পূর্বপাড়া গ্রামের ফজর আলীর ছেলে দেলোয়ার হোসেন (২৮) ও কাসেম আলীর ছেলে আলমগীর শেখ (৩০)।র‌্যাব-৪ এর মেজর মাসুদুর রহমান জাগো নিউজকে জানান, ওই পাঁচজন মূর্তি ও কষ্টিপাথর পাচার চক্রের সদস্য। তারা সাড়ে ৬ কেজি ওজনের ওই মূর্তিটি বিক্রির চেষ্টা করছিলেন। র‌্যাব-৪ এর একটি দল ক্রেতা সেজে তাদের সঙ্গে যোগাযোগ করেন। চক্রটি মূর্তি দেখানোর জন্য মঙ্গলবার বিকেল তিনটার দিকে বাসাইল গ্রামের সবেদ আলী মল্লিকের সুপারি বাগানে নিয়ে যান র‌্যাব সদস্যদের (ক্রেতা সাজা)। মূর্তিটি দেখিয়ে ২০ কোটি টাকা দামও চান তারা। এসময় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে মূর্তিসহ তাদের আটক করে। এরপর তাদের মঙ্গলবার রাতে শিবালয় থানায় হস্তান্তর করে মামলা করা হয়। শিবালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান  জাগো নিউজকে জানান, এ ঘটনায় র‌্যাব-৪ এর পক্ষ থেকে থানায় একটি মামলা করেছে। ওই মামলায় পাঁচজনকে গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে পাঠানো হবে।এমজেড/এমএস

Advertisement