খেলাধুলা

কাভানি খেলবে ধরেই প্রস্তুতি নিয়েছি : ফ্রান্স কোচ

শুক্রবার শেষ আটের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও উরুগুয়ে। এখনো পর্যন্ত কোন ম্যাচেই হারেনি ফ্রান্স কিংবা উরুগুয়ে। উরুগুয়ের অপরাজিত থাকার পেছনে স্ট্রাইকার এডিনসন কাভানির অবদান অনেক। কিন্তু ফ্রান্সের বিপক্ষে শেষ আটের ম্যাচের নিশ্চিত নন পিএসজির এই তারকা।

Advertisement

কাভানি না খেললে সেটি ফ্রান্সের জন্য সুবিধাজনকই হবে। তবে কাভানি খেলবে কি খেলবে না সেটি নিয়ে ভাবছে না ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ীরা। কাভানি খেলবেন ধরেই তারা প্রস্তুতি নিয়েছে বলে জানান ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।

কাভানি না খেললেও উরুগুয়েতে আরো ভালো খেলোয়াড় আছে উল্লেখ করে দেশম বলেন, ‘কাভানি খেলবে আমি আমার দলকে প্রস্তুত করেছি। সে খেলবে কি খেলবে না তা তো কেবল ম্যাচের ঘণ্টাখানেক আগে জানত পারবো। তবে তাবারেজের (উরুগুয়ের কোচ) হাতে কাভানি ছাড়াও আরো অনেক অস্ত্র আছে। তাই সম্ভাব্য শক্তিশালী প্রতিপক্ষের হিসেবেই আমি প্রস্তুতি নিয়েছি।’

এসময় উরুগুয়ের জমাট রক্ষণের ব্যাপারেও নিজেদের সতর্কতার কথা জানান দেশম। তিনি বলেন, ‘আর্জেন্টিনার চেয়ে উরুগুয়ে দলটা মানসিকভাবে বেশি শক্তিশালী। তাদের রক্ষণ বেশ শক্ত। আমাদের অবশ্যই ধৈর্য্য ধরতে হবে। নিজেদের শক্তিমত্তার ভিত্তিতে খেলতে পারলে ফল পাওয়া অসম্ভব হবে না।’

Advertisement

এসএএস/পিআর