তথ্যপ্রযুক্তি

ইন্টারনেটের দাম কমানোর বিষয়ে জানতে চেয়েছে বিটিআরিসি

মোবাইল ফোন অপারেটর এবং আইএসপিগুলোর কাছ থেকে ইন্টানেটের দাম কমানোর বিষয়টি কার্যকর হয়েছে কি না জানতে চেয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। ৬ জুলাইয়ের মধ্যে গ্রাহকের ইন্টারনেট সেবার ওই সুবিধা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত জানাতে চাওয়া হয়েছে ই-মেইলের মাধ্যমে।

Advertisement

সংশ্লিষ্টিরা জানিয়েছেন ভ্যাট কমিয়ে পাঁচ শতাংশ করার পর ইন্টারনেট সেবাদাতারা এখনও তা কার্যকর করেনি- এমনটি আঁচ করতে পেরে মেইল পাঠায় বিটিআরসি।

মেইলে আরও জানতে চাওয়া হয়েছে, দাম কমালেও কতটুকু কমিয়েছে তা জানতে চেয়েছে বিটিআরসি। বুধবার বিটিআরসি মোবাইল ফোন অপারেটর এবং আইএসপিগুলোকে মেইল করে সরকার ভ্যাট ১৫ শতাংশ হতে ৫ শতাংশ করার কথা জানিয়েছে। এর ফলে ইন্টারনেটের দাম স্বাভাবিকভাবেই কমে আসার কথা। তাই দাম কমানোর পর ইন্টারনেটের নতুন ট্যারিফ প্লান কমিশনকে ৩ দিনের মধ্যে জানাতে নির্দেশনা দেয়া হলো’-বলা হয়েছে বিটিআরসির ওই মেইলে।

আরএম/এমএমজেড/এমএস

Advertisement