কবি মহাদেব সাহার ৭১তম জন্মদিন আজ । ১৯৪৪ সালের এই দিনে তিনি সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম গদাধর সাহা ও মা বিরাজ মোহিনী। তার প্রকাশিত কবিতা ও বইয়ের সংখ্যা ১২৭। `এই গৃহ এই সন্যাস` তার প্রথম প্রকাশিত কবিতার বই ১৯৭২ সালে প্রকাশিত হয়। `চাই বিষ অমরতা` প্রকাশিত হয় ১৯৭৫ সালে। এ ছাড়া ২০১৫ সালে প্রকাশিত কবিতার বইয়ের নাম `ভুলে যাওয়ার চেয়ে ভালো কিছু নেই`।তিনি একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, জেবুণ্নিসা-মাহাবুবউল্লা, আলাউল সাহিত্য পুরস্কার, খালেকদাদ চৌধুরী স্মৃতি পদক, সাদাত আলী আখন্দ সাহিত্য পুরস্কার ও ২০১৫ সালে আমিন জুয়েলার্স সম্মাননাসহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।এএইচ/এমএস
Advertisement