১৮৫০ খ্রিস্টাব্দের এই দিনে বিশ্বখ্যাত ফরাসী গল্পকার গি দ্য মোপাসাঁর জন্ম। ১৮৮৯ খ্রিস্টাব্দের এই দিনে ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা সংগঠক কমরেড মুজফ্ফর আহমেদের জন্ম। ১৮৯২ খ্রিস্টাব্দের এই দিনে ‘দি ইন্ডিয়ান এ্যাসোসিয়েশন ফর দ্য প্রমোশন অব ফাইন আর্টস ও ন্যাশনাল আর্ট গ্যালারি’ প্রতিষ্ঠিত হয়। ১৯০৫ খ্রিস্টাব্দের এই দিনে বঙ্গদেশ বিভক্ত করার জন্য বঙ্গভঙ্গ আইন ঘোষিত হয়। ১৯৩০ খ্রিস্টাব্দের এই দিনে চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী প্রথম নভোচারী নিল আর্মস্ট্রংয়ের জন্ম। ১৯৪৯ খ্রিস্টাব্দের এই দিনে শেখ কামালের জন্ম। ১৯৬৩ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৭৫ খ্রিস্টাব্দের এই দিনে কবি ও সম্পাদক সিকান্দার আবু জাফরের ইন্তেকাল।এইচআর/এআরএস/এমএস
Advertisement