নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধীদের জন্য সরকারি হাসপাতালে ওয়ানস্টপ চিকিৎসাসেবা চালুর সিদ্ধান্ত পরিপত্র জারিতেই সীমাবদ্ধ রয়ে গেছে। দেশের হাজার হাজার নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদফতর থেকে আট মাস আগে ওয়ান স্টপ চিকিৎসাসেবা চালুর পরিপত্র জারি করলেও এখনো তা চালু হয়নি।নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. গোলাম রাব্বানি সম্প্রতি বিষয়টি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) এর দৃষ্টি আকর্ষণ করে প্রতিটি সরকারি হাসপাতালে পৃথক ব্যবস্থাপনা কমিটি গঠন করে নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার অনুরোধ জানান।তার অনুরোধের পরিপ্রেক্ষিতে সোমবার (৩ আগস্ট) নিউরো ডেভেলপমেন্ট রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিভিন্ন বিভাগের চিকিৎসকদের সমন্বয়ে দ্রুত কমিটি গঠনের নির্দেশনা জারি করে স্বাস্থ্য অধিদফতর।নির্দেশনায় বলা হয়েছে, ১১ সদস্যের কমিটিতে প্রতিটি হাসপাতালের পরিচালক তত্ত্বাবধায়ক হবেন কমিটির আহ্বায়ক। অন্যান্যদের মধ্যে কমিটিতে মনোরোগ, মেডিসিন, শিশু ও স্নায়ুরোগ, সার্জারি, গাইন অ্যান্ড অবস্, নাক, কান ও গলা, ডেন্টাল, ইমার্জেন্সি মেডিকেল অফিসার, মেট্রন ও সমাজসেবা অধিদফতরের কর্মকর্তারা সদস্য হবেন।স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ও হাসপাতাল সার্ভিস ম্যানেজমেন্ট-এর লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শামিউল ইসলাম এক চিঠিতে সকল সরকারি হাসপাতালের চিকিৎসকদের বুধবারের মধ্যে কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদফতরে নাম পাঠাতে নির্দেশ দিয়েছেন।জাগো নিউজের সঙ্গে আলাপকালে অধ্যাপক ডা. মো. গোলাম রাব্বানি জানান, ২০০৯-২০১০ সালে তার নেতৃত্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, সারাদেশে অটিজম রোগীর সংখ্যা শতকরা শূন্য দশমিক ৮ ভাগ।এছাড়া মেন্টাল রিটার্ডেশন, ডাউন সিনড্রোম ও সেলিব্রাল পালসি এ তিন ধরনের নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী রয়েছে প্রায় তিন ভাগ। সাধারণ রোগীদের সঙ্গে এ ধরনের রোগীদের চিকিৎসায় পার্থক্য রয়েছে। এ ধরনের রোগীরা নিজেরা নিজেদের হাত-পা কামড়ে আহত করে, শক্ত বস্তুতে আঘাত করে নিজের মাথা নিজেই ফাটিয়ে ফেলে। সাধারণত হাসপাতালে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের চিকিৎসা পেতে দেরি হয়। অনেক চিকিৎসক এ ধরনের রোগীর চিকিৎসা ব্যবস্থাপনা জানেন না। নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করাসহ সুচিকিৎসা নিশ্চিত করতে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টি বোর্ড গঠিত হয়।তিনি জানান, বিলম্বে হলেও চলতি মাসেই এ ধরনের রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনার বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ১৮ আগস্ট বিএসএমএমইউতে রাজধানীর সরকারি চার হাসপাতাল, ঢাকা, মিটফোর্ড, শহীদ সোহরওয়ার্দী ও বিএসএমএমইউ’র অর্ধশত চিকিৎসক, নার্সদের নিয়ে দু’দিনব্যাপি প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করা হয়েছে।পর্যায়েক্রমে বিভাগ ও জেলা পর্যায়েও বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে। ইতিমধ্যেই প্রতিটি সরকারি হাসপাতালে ব্যবস্থাপনা কমিটি গঠনের নির্দেশনা জারি হয়েছে। আশা করছি দেরিতে হলেও খুব শিগগিরই ওয়ান স্টপ চিকিৎসা সেবা চালু করা সম্ভব হবে।তিনি জানান, প্রধানমন্ত্রী তনয়া সায়েমা ওয়াজেদ পুতুল নিউরো ডেলেলপমেন্ট ডিজঅর্ডার আক্রান্তদের চিকিৎসাসেবা নিশ্চিত করাসহ তাদেরকে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। গত সপ্তাহে এক আলোচনাসভায় তিনি সরকারি সকল হাসপাতালে জরুরি ভিত্তিতে ওয়ান স্টপ সার্ভিস চালুর যথাযথ কার্যকর পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. হেলালউদ্দিন আহমেদ জাগো নিউজকে বলেন, সাধারণ রোগী ও এ ধরনের রোগীর চিকিৎসায় ভিন্নতা রয়েছে। প্রস্তাবিত ওয়ানস্টপ চিকিৎসা সেবার আওতায় চার ধরনের রোগী- অটিজম, মেন্টাল রির্টাডেশন, সেলিব্রাল পালসি ও ডাউন সিনড্রোম রোগীদের জন্য পৃথক কাউন্টার থাকবে। বিভিন্ন বিষয়ের চিকিৎসকদের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসাসেবা প্রদান করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এমইউ/এসএইচএস/বিএ
Advertisement