খেলাধুলা

পঞ্চম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ১৯৫ রানের লক্ষ্য দিল পাকিস্তান

ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত হয়ে গেছে দুই দলেরই। কার্যত সিরিজের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতার, নিজেদের ঝালিয়ে নেয়ার ম্যাচ। ফাইনালের রিহার্সেলও বলা যায়। হারারেতে গুরুত্বহীন এই ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে ১৯৫ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে পাকিস্তান। ফাখর জামানের দুর্দান্ত ব্যাটিংয়ে ৭ উইকেটে তারা তুলেছে ১৯৪ রান।

Advertisement

ওপেনার ফাখরের ব্যাটে দুর্দণ্ড প্রতাপ চলছেই। সঙ্গে লোয়ার অর্ডারে আসিফ আলির ঝড়। নিয়মিতই দলকে স্বস্তি এনে দিচ্ছেন এই যুগল। আজ হারারেতে আরও একবার দেখা গেল তাদের ব্যাটিং কারিশমা।

মূলতঃ ফাখর জামানের হাফসেঞ্চুরিতেই দাঁড়িয়ে গেছে পাকিস্তান ইনিংসের ভিত। ওপেনিংয়ে নেমে ৪২ বলে ৭৩ রান করেন তিনি, যাতে ছিল ৯টি চার আর ৩টি ছক্কার মার। হোসাইন তালাত আর শোয়েব মালিকও মিডল অর্ডারে অবদান রেখেছেন। তালাত করেন ২৫ বলে ৩০, মালিক ১৫ বলে ২৭ রান।

শেষদিকে ব্যাটে ঝড় তুলেছেন আসিফ আলি। ১৮ বলে ৩৭ রানের হার না মানা এক ইনিংস খেলেছেন তিনি, যে ইনিংসে ৩টি বাউন্ডারির সঙ্গে ছিল ২টি ছক্কা।

Advertisement

অস্ট্রেলিয়ার পক্ষে ৩টি উইকেট নেন অ্যান্ড্রু টাই। ২টি উইকেট ঝিই রিচার্ডসনের।

এমএমআর/পিআর