খেলাধুলা

দ্বিতীয় ম্যাচেই জবাব দিলো নিউজিল্যান্ড

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ক্রেগ আরভিনের শতকের উপর ভর করে ৭ উইকেটের বিশাল জয় পেয়েছিল জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় ম্যাচেই আসল চেহারা ফিরে পেলো নিউজিল্যান্ড। জবাব দিলো প্রথম ম্যাচের। ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারালো স্বাগতিকদের।দুই ওপেনারের ব্যাট হেসেছে। মার্টিন গাপটিল ও টম ল্যাথামের জুটিতে এলো ২৩৬ রান, যেটি নিউজিল্যান্ডের ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি। দুই ওপেনারের জোড়া সেঞ্চুরিতে প্রথম ওয়ানডের দুঃস্বপ্ন ভুললো কিউইরা। জিম্বাবুয়ের দেয়া ২৩৬ রানের লক্ষ্য পেরিয়ে গেল ৪৬ বল আর সবকটি উইকেট হাতে রেখেই।তিন ম্যাচের সিরিজেও এখন ১-১ সমতা। দিনটি অবশ্য হতে পারতো ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পাওয়া জিম্বাবুইয়ান ব্যাটসম্যান সিকান্দার রাজার। সাত নম্বরে ব্যাট করতে নেমে ৯৫ বলে ১০০ রানের দারুণ ইনিংস খেলেছেন।১৪৬ রানে ৮ উইকেট পড়ে যাওয়ার পর নবম উইকেটে তিনাশে পানিয়াঙ্গারার সঙ্গে রাজার ৮৯ রানের জুটিটাই জিম্বাবুয়ের রানটাকে ২৩৫ পর্যন্ত নিয়ে যায়। ওয়ানডেতে এ নিয়ে সপ্তমবারের মতো ১০ উইকেটে জয় পেলো নিউজিল্যান্ড, যার সর্বশেষটিও ছিল জিম্বাবুয়ের বিপক্ষে।বিএ

Advertisement