জাতীয়

শপথ নিলেন খুলনার মেয়র খালেক

খুলনা সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে তাদের শপথ বাক্য পড়ানো হয়। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

Advertisement

নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেককে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কাউন্সিলরদের স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শপথ বাক্য পাঠ করান।

খুলনা সিটি করপোরেশনের মোট ৪১ জন কাউন্সিলর আজ শপথ নিলেন। এর মধ্যে ৩১ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও ১০ জন সংরক্ষিত ওয়ার্ড কমিশনার।

উল্লেখ্য, গত ১৫ মে খুলনা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী তালুকদার আবদুল খালেক নৌকা প্রতীক নিয়ে এক লাখ ৭৪ হাজার ৮৫১ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম বিএনপির প্রার্থী নজরুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে এক লাখ ৯ হাজার ২৫১ ভোট পান। বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর চেয়ে তালুকদার খালেক ৬৭ হাজার ৯৪৬ ভোট বেশি পেয়ে জয়ী হন।

Advertisement

এফএইচএস/এনএফ/আরআইপি