খেলাধুলা

৩ জুলাইয়ের লজ্জাকে হার মানাল ৪ জুলাই

২০০৭ সালের ৩ জুলাই, বাংলাদেশের টেস্ট ইতিহাসের লজ্জার এক দিন। এদিনই কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৬২ রানে অলআউট হয়ে গিয়েছিল টাইগাররা। দেশের ১৮ বছরের টেস্ট ইতিহাসে এতদিন পর্যন্ত সেটিই ছিল বাংলাদেশের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এবার সেই লজ্জাকেও হার মানাল সাকিব আল হাসানের দল। ৩ জুলাই পেরিয়ে, ২০১৮ সালের ৪ জুলাই।

Advertisement

অ্যান্টিগায় ক্যারিবীয় পেসারদের বোলিং তোপে প্রথম ইনিংসে মাত্র ৪৩ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। টিকতে পেরেছে মাত্র ১৮.৪ ওভার। বাংলাদেশের ব্যাটসম্যানরা যেমন ব্যাটিং করছিলেন, তাতে টেস্ট ইতিহাসেরই সর্বনিম্ন দলীয় সংগ্রহের লজ্জায় পড়ার শঙ্কা ভর করেছিল। তবে শেষপর্যন্ত নিউজিল্যান্ডের ২৬ রানে অলআউট হওয়ার রেকর্ডটি এড়িয়েছে তারা।

হতাশার মাঝেও স্বস্তির খবর হলো, ৪৩ রানে অলআউট হওয়া ইনিংসটি টেস্টের ইতিহাসের ১১তম সর্বনিম্ন দলীয় সংগ্রহ। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠ অকল্যান্ডেই ২৬ রানে অলআউট হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। এখন পর্যন্ত এটিই টেস্টের সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড।

আরও একটি তথ্য শুনে অবাক লাগতে পারে অনেকের। বাংলাদেশের চেয়েও বড় লজ্জা পাওয়া দলগুলোর মধ্যে আছে দক্ষিণ আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়ার মতো দেশের নাম। এর মধ্যে পাঁচবার ৪৩ রানের নিচে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা (৩০, ৩০, ৩৫, ৩৬, ৪৩)। দুইবার অস্ট্রেলিয়া (৩৬, ৪২) আর নিউজিল্যান্ড (২৬, ৪২)। একবার ভারত (৪২)।

Advertisement

এমএমআর/জেআইএম