দেশজুড়ে

নোয়াখালীতে বন্যার্তদের মাঝে অর্থ ও খাবার বিতরণ

নোয়াখালীতে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার (মুড়ি-চিড়া, চিনি) বিতরণ করেছেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস। সোমবার রাত ৮টার দিকে জেলা প্রশাসক বন্যায় আক্রান্ত বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়ন পরিদর্শন করেন।পরে তিনি ইউনিয়নের ৪নং ওয়ার্ড কিসমত করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র অবস্থান নেয়া ৫০ পরিবারের মাঝে শুকনো খাবার মুড়ি-চিড়া ও চিনি বিতরণ করেন। এসময় তিনি রোববার বিকেলে নৌকা ডুবে শারজাহান (৫০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হওয়ায় তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিহতের পরিবারকে ১০ হাজার টাকার চেক হস্তান্তর করেন।এসময় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাহিদা হাবিবা, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ জলিল চৌধুরী, পরিবহন শ্রমিক নেতা এসএম জাফর, স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. কসুমসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এর আগে জেলা প্রশাসক সোনাইমুড়ী উপজেলার বারোগাঁও ও অাম্বরগর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস জাগো নিউজকে জানান, তিনি সকাল থেকেই বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার সরেজমিনে পরিদর্শন করেছেন। তবে উক্ত এলাকাগুলো এখনো দুর্গত এলাকা হিসেবে ঘোষণা না করা হলেও রাস্তাঘাট, মৎসসহ বিভিন্ন সেক্টরে যে ক্ষয়-ক্ষতি হয়েছে তা নিরুপণ করে সরকারের ঊর্ধ্বতন মহলে জানাবেন।বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাহিদা হাবিবা জাগো নিউজকে জানান, উপজেলায় বন্যায় প্রায় তিন লাখ লোক পানিবন্দী রয়েছেন। ১৫০ গ্রাম প্লাবিত হয়েছে। তারা ইতোমধ্যে উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় নগদ ৯৬ হাজার টাকা ও ৩৬ টন চাউল জিআর বরাদ্দ দিয়েছেন।মিজানুর রহমান/বিএ

Advertisement