জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে মিরপুর-১৪ রুটে চলাচলকারী উত্তরণ বাসের চাকা চলতিপথে খুলে গেছে। তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
Advertisement
জানা গেছে, বুধবার বিকেলে ক্যাম্পাস থেকে মিরপুর যাওয়ার পথে গুলিস্তান মাজার পার হয়ে পুলিশ হেড কোয়ার্টারের সামনে হঠাৎ বাসের সামনে বাম পাশের চাকাটি খুলে যায়। ফলে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে দ্রুত বাস থেকে নেমে পড়ে। নামার সময় কয়েকজন সামান্য ব্যথা পেয়েছে। তবে কেউই মারাত্মক জখম হননি।
এদিকে, বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। বাসে যাতায়াতকারী শিক্ষার্থীরা বলছেন, বাসের সংশ্লিষ্টদের গাফিলতির কারণে এমন ঘটনা ঘটেছে। যদি বেশি লোকজনের সামনে হতো তাহলে প্রাণহানির মতো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
বাসে চলাচলকারী এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতির আগামী দিনের কর্ণধার। তাদেরকে দেয়া এমন সেবার মান সত্যিই হতাশাজনক। কর্তৃপক্ষের উচিত পরিবহনের বিষয়ে নজর দেয়া। আজ বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো।
Advertisement
এ বিষয়ে জবির পরিবহন পুলের পরিচালক আব্দুল্লাহ আল মাসুদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এদিকে বাস চালক সুলতান মিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাকেও পাওয়া যায়নি।
এমআরএম/এমএস