কঠিন ওয়েস্ট ইন্ডিজ সফরটাকে শুরুতেই কঠিন করে তুললেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা। ১৮ রান তুলতেই সফরকারীরা হারিয়ে বসেছে ৫ উইকেট।
Advertisement
তামিম ইকবালকে দিয়ে শুরু। মাত্র ৪ রানেই কেমার রোচের শিকার হয়ে ফেরেন চার হাজারি ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা বাংলাদেশি ওপেনার। এরপর একে একে তার দেখানো পথ ধরেছেন মুমিনুল হক (১), মুশফিকুর রহিম (০), সাকিব আল হাসান (০) আর মাহমুদউল্লাহ রিয়াদ (০)। সব কটি উইকেটই ক্যারিবীয় পেসার রোচের। ৬ রানে তিনি তুলে নিয়েছেন ৫ উইকেট।
সতীর্থদের এই আসা যাওয়ার মধ্যে একটা প্রান্ত ধরে আছেন লিটন দাস। তামিমের সঙ্গে ওপেনিংয়ে নামা এই ব্যাটসম্যান ১৩ রানে অপরাজিত আছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন নুরুল হাসান।
অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টসে হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। ২০১১ সালের পর আবারও টাইগার টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সাকিব আল হাসান। বাংলাদেশের কোচ হিসেবে অভিষেক হয়েছে স্টিভ রোডসেরও।
Advertisement
এমএমআর/এমএস